চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব ফাহ্মিদা জাহাঙ্গীর,
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
জনাব ফাহমিদা জাহাঙ্গীর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ২২/০৯/২০২২ ইং তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি ৩য় বিসিএস (বিচার)/বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৮২০৩১১৭। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় হতে এল.এল-বি (সম্মান), ঢাকা বিশ্ব বিদ্যালয় হতে এল.এল-এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা নোয়াখালী। ইতোপূর্বে তিনি ব্রাম্মনবাড়িয়ায় সহকারী জজ, মানিকগঞ্জে সিনিয়র সহকারী জজ, যশোরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহতে অতিরিক্ত চীফ জুডিনিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকাতে যুগ্ম জেলা জজ এবং সর্বশেষ যশোরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে ৮২ তম মৌলিক প্রশিক্ষন, ট্রেনিং অন মেডিয়েশন, ৮ম ওরিয়েন্টশন কোর্স, ১০৯ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ও স্টেট জুডিসিয়াল একাডেমী প্রশিক্ষণ কোর্স, ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ভারত ভ্রমন করেছেন।