হোম আমাদের সম্পর্কে জেলা বিচার বিভাগের ইতিহাস
ব্রিটিশ শাসনামল থেকেই ঐতিহ্যবাহী জেলা শহর যশোর। বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম জেলা শহর গুলির মধ্যে যশোর অন্যতম। এই জেলার মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ প্রতিষ্ঠিত। মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম শত্রুমুক্ত এই জেলায় বিচার বিভাগ ও নিয়মতান্ত্রিক বিচার প্রশাসনের উপর রয়েছে অগাধ আস্থা, আর সেই আস্থা দিনে দিনে আরও সমুন্নত হচ্ছে বর্তমান বিচার বিভাগের দৃঢ় ভূমিকায়.।
১৭৮১ সালে প্রতিষ্ঠিত হওয়া এই যশোর অবিভক্ত বাংলার প্রথম জেলা। যশোর জেলা সীমান্তবর্তী অপরাধ প্রবণ এলাকা হওয়ায় যশোর জেলায় মামলার আধিক্য থাকা স্বত্বেও গৃহীত পদক্ষেপ, বিদ্যমান কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে যশোর বিচার বিভাগ তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পরিচালনা করে আসছে। এছাড়াও বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে উদ্ভূত সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত আছে।